স্টিলের আলমারির ড্রয়ারে লুকানো প্লাটিকের কৌটার ভেতর থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার ও করা হয়েছে। একই সঙ্গে ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর মিরপুর সার্কেলের ইন্সপেক্টর মো.সাইফুল ইসলাম ভূঁইয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) মিরপুর সার্কেল ডিএমপি দারুস সালাম থানাধীন দক্ষিন বিশিল এলাকায় অভিযান পরিচালনা করে নূরে আলম ওরফে তুহিন মাহমুদ (৩৭) নামের একজনকে হাতেনাতে গ্রেফতার করে।
মো.সাইফুল ইসলাম ভূঁইয়া জানান,গতকাল রাতে দারুস সালাম থানাধীন মিরপুর ১ এর দক্ষিন বিশিল এলাকার একটি বিল্ডিং এর ৬ষ্ঠ তলার ফ্লাটের মালিক নূরে আলম ওরফে তুহিন মাহমুদ (৩৭) এর বসতঘরে অবৈধ পিস্তলের গুলি ও মাদকদ্রব্য রয়েছে মর্মে গোপন সংবাদ পাই। গোপন সংবাদ মোতাবেক রাত ১১টার পর মিরপুর-১ এর দক্ষিন বিশিল এলাকার ফ্লাটের মালিক অভিযুক্ত আসামির বসতঘর ঘেরাও করে তল্লাশী চালানো হয়।
এসময় তল্লাশী করে তার রুমে রক্ষিত একটি স্টিলের আলমারির বাম পাশের নীচের ড্রয়ারে লুকানো অবস্থায় একটি ছোট প্লাটিফের কোঁটার ভিতর ৫ রাউন্ড পিস্তলের গুলি (৭.৬৫) উদ্ধার করে জব্দ করি।
এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত আসামী নূরে আলম ওরফে তুহিন মাহমুদ (৩৭) কে হাতেনাতে গ্রেফতার করি।
অভিযুক্ত আসামী নূরে আলম ওরফে তুহিন মাহমুদ (৩৭) নিজ দখলে ৫ রাউন্ড পিস্তলের গুলি সংরক্ষণ করার অপরাধে দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার পেশ করিলাম। উল্লেখ্য যে,উক্ত অভিযানে এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সনের ৩৬(১) এর সারণির ১০ (ক) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
ডিআই/এসকে