রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় ফেরি করে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. ইয়াসিন শিকদার (২৭), মো. মাসুদ রানা (৩২) ও মো. সাইফুল ইসলাম ওরফে সানি (৩৪)।
বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ বাড্ডার শিমুলতলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের প্রত্যেকের নিকট থেকে এক কেজি করে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার রাতে বিশেষ অভিযান ডিউটি চলাকালীন দক্ষিণ বাড্ডার শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন, মাসুদ ও সাইফুল নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের প্রত্যেকের নিকট থেকে এক কেজি করে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাড্ডাসহ বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজসে গাঁজা বিক্রি করে থাকে। গ্রেফতারকৃত ইয়াসিনের নামে চারটি, মাসুদের নামে সাতটি, সাইফুলের নামে পাঁচটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে