রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বংশালে ইয়াছিন হত্যা:যুবলীগ নেতা অনিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন

বংশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াছিন আহম্মেদ রাজ হত্যা মামলায় বংশাল ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো.অনিক (২৭) কে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর ) রাতে বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বংশাল থানা সূত্র জানা যায়, গত ৫ আগস্ট বংশাল থানার নয়াবাজার নবাব ইউসুফ সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ইয়াছিন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে ইয়াছিন গুরুতর আহত হয়। আহত ইয়াছিনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইয়াছিনে মা শাহিদা বেগম বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা রুজু মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইয়াছিন হত্যা সাথে জড়িত মো. অনিককে বংশাল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category