রাজধানীর বনানী থেকে ১ হাজার ১৫৪ লিটার বিয়ার ও ৩৮৪ লিটার বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো.মিজান প্রকাশ মমিন (৩৫)।
শনিবার বিকালে বনানীর বি-১১ টাওয়ারের বেইজমেন্ট-৩ ফ্লোরে (গ্রাউন্ড ফ্লোর) মিট থিওরী ডেন নামের একটি প্রতিষ্ঠানের ষ্টোর রুমে অভিযান চালিয়ে এসব মাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে ডিএমপির ঢাকার বনানী থানার বি-১১ টাওয়ারের বেইজমেন্ট-৩ ফ্লোরে (গ্রাউন্ড ফ্লোর) মিট থিওরী ডেন নামের একটি প্রতিষ্ঠানের ষ্টোর রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী মো. মিজান প্রকাশ মমিনকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল। এসময় আসামীর নিকট হতে ১ হাজার ১৫৪ লিটার বিদেশী বিয়ার, ৩৮৪ লিটার বেদেশী মদ, নগদ ২৬ হাজার ৯০০ টাকা এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে