রাজধানীর অভিজাত এলাকা বনানীর তিনটি শিশা লাউঞ্জে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে লাউঞ্জগুলো থেকে ৯ কেজি শিশা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন,মো.মারুফ হোসেন (৩১),মো. রাশেদুল ইসলাম (৩০),মো. শরিফুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ জুয়েল মিয়া (৩২)।
মঙ্গলবার (১ অক্টোবর ) দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য জানান।
তিনি জানান,সোমবার রাতে বনানীর শিশা লাউঞ্জে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল গ্রিসিনো শিশা লাউঞ্জ থেকে ৫ কেজি ২০৪ গ্রাম,এরাবিয়ান কোজি শিশা লাউঞ্জ থেকে ৩ কেজি ৪০০ গ্রাম এবং সেলসিয়াস শিশা লাউঞ্জ থেকে ২১৮গ্রাম শিশা ও শিশা তৈরি উপকরণও সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময় এসব কাজে সংশ্লিষ্ট ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিআই/এসকে