দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার সকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান প্রদান করা হবে ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়,রবিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক-এর সভাপতিত্বে এক সভায় দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভয়াবহ বন্যায় বন্যাদুর্গতের সাহায্যে রাজস্ব খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পরিচালকগণসহ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সশরীরে উপস্থিত ছিলেন এবং বিভাগ ও জেলা কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন। আগামী এক দিনের মধ্যে সমুদয় অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হবে।
এদিকে আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এছাড়া দেশের বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় মনিটরিং সেল-এর পাশাপাশি ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- ০১৮১৯৮৪৮০৩০/০১৭১১৩০৩৪২১/০১৮১৮১০৫৬২৪। তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টা পর্যন্ত ২ হাজার ৭৯১ জন বন্যাদুর্গতকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ডিআই/এসকে