বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

বন্যায় ত্রাণ দিতে গিয়ে নিহত আনসার সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন

বন্যাকবলিত ফেনীতে ত্রাণ বিতরণ করতে গিয়ে পানি ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য ওয়াহিদের রহমান (২৪)।

নিহত ওয়াহিদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার ( ২৮ আগস্ট ) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে আনসার- ভিডিপি সদর দপ্তরে ওয়াহিদের পরিবারকে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন ও সমবেদনা জ্ঞাপন করেন বাহিনীটির মহাপরিচালক।

এর আগে গত ২৪ আগস্ট ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে পানিতে ডুবে মৃত্যু বরণ করেন ওয়াহিদ। নিহত আনসার সদস্যের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তার পিতার নাম বেলাল হোসেন। তিনি পাওয়ার স্টেশন কোম্পানি,আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় অঙ্গীভূত আনসার হিসেবে কর্মরত ছিলেন।

গত ২০ আগস্ট নিজ বাড়ি ফেনীতে ছুটিতে যেয়ে তিনি বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করছিলেন। ২৪ আগস্ট এলাকার স্বেচ্ছাসেবীদের সাথে যুক্ত হয়ে নৌকায় করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি নৌকা থেকে পড়ে যান এবং প্রবল স্রোতের কারণে পানিতে তলিয়ে যান। তার সহযোগীরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। একদিন পর স্থানীয়রা তার লাশ খুঁজে পেয়ে পরিবারকে হস্তান্তর করেন।

এ দিকে বন্যাত্রদের পাশে দাঁড়াতে নিজেদের এক দিনের বেতন দিচ্ছেন আনসার বাহিনীর সদস্যরা। বাহিনীর সকল পর্যারের কর্মকর্তা ও সদস্যদের এক দিনের বেতনের এক কোটি ৯ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category