বিশ্বব্যাপী পিসি উপাদান ও ল্যাপটপ বাজারের অন্যতম প্রতিষ্ঠান গিগাবাইটের গেমিং সিরিজ অরাস -এর বাংলাদেশে দশ বছর পূর্তি হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় কেক কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এটি উদযাপন করে গিগাবাইট বাংলাদেশ। আর এই আয়োজনে মূলে ছিলে-রাজধানীর ঢাকার পার্টনারবৃন্দ।
এই আয়োজনে স্মার্ট টেকনোলজিস লিমিটেড এবং গিগাবাইটের অরোসের-বিজনেস পার্টনারদের মিলনমেলায় পরিনত হয়। বিশেষভাবে আইডিবি,এলিফেন্ট রোড, মাল্টিপ্লান ছাড়াও উত্তরা,মতিঝিলের পার্টনারদের পাশাপশি ইন্ডাস্ট্রির সিনিয়র নেতৃবৃন্ধরা অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-গিগাবাইট বাংলাদেশের কন্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান। এ সময় এই মিটআপে গিগাবাইটের নিজস্ব ল্যাপটপ,মাদারবোর্ড, কেসিং,মনিটর,গেইমিং এআই ল্যাপটপ,কুলার,পাওয়ার সাইপ্লাই,গেমিং চেয়ার ইত্যাদি পণ্য প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু,স্মার্ট টেকনোলজিস ব্যবস্থাপনা পরিচালক,বিসিএস এর আহ্বায়ক জহিরুল ইসলাম,পরিচালক জাফর আহমেদ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত-গিগাবাইটের গেমিং সিরিজ হলো-অরাস। এই হাই-পারফরফ্যান্স সিরিজের মধ্যে মাদারবোর্ড থেকে শুরু করে গেমিংয়ের প্রতিটি পণ্য রয়েছে।
ডিআই/এসকে