চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর আকমল আলী রোড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বাসা থেকে ১২টি রামদা ও হাঁশুয়া উদ্ধার করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর দুটি টহল টিম স্থানীয় নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে দিবাগত রাত ৯টার দিকে আকমল আলী রোডে আলম মঞ্জিলের নিচতলার একটি কক্ষ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম টহল টিমে ক্যাপ্টেন মোঃ রিয়াসাত বিন ফেরদৌস এবং দ্বিতীয় টহল টিমে সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মির্জা গোলাম জাকারিয়া এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, যে কক্ষ থেকে রাম দা ও হাঁশুয়া উদ্ধার করা হয় ঐ রুমে ৪/৫ সদস্যের একটি পরিবার ২/৩ বছর যাবত বসবাস করে আসছে।
ভবন মালিক মো. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, আমার ভবনের নিচতলার এক ভাড়াটিয়ার রুম থেকে রামদা উদ্ধার করা হয়েছে।
এগুলো কীভাবে এসেছে তা ঐ ভাড়াটিয়া বলতে পারবেন। অভিযানের বিষয়টি এই প্রতিবেদক কে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আখতারুজ্জামান।
এদিকে যৌথ বাহিনীর একটি সূত্র জানিয়েছে যে, ঐ উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ অন্যান্য জিনিস পত্রের সাথে অবশ্যই কোন অপরাধ বা হাঙ্গামার জন্য মজুদ করা হয়,যা আগে বা পরে ব্যবহার করা হয়, এবং অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের আটক করতে পারলে হয়তোবা মূল ঘটনা ও আরো কিছু অপরাধ সংক্রান্ত সামগ্রী পাওয়া যেতে পারে বলে ধারণা করেন, তাই অপরাধীদের আটক করা পর্যন্ত এ অভিযান চলমান থাকবে। প্রতিবেশীরা বলছেন,গেল কিছুদিন আগে আন্দোলনের সময় কেউবা হয়তো এই রামদা ব্যবহারের জন্য আনতেই পারে,
তবে তদন্ত করে সব জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তা অফিসার ।