সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। পাশাপাশি ফের সড়ক অবরোধের ঘোষণা দিলেও পরে সেটি প্রত্যাহার করে নেয়া হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তারা দ্বিতীয় দফায় করা সড়ক অবরোধ তুলে নেন।
নতুন কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না এবং সব ক্লাস বর্জন করবেন।তিতুমীর কলেজের ভিতরে এবং বাইরে সকাল থেকে পুলিশের পড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের বাধার মুখে ক্যাম্পাস থেকে চলে যান পুলিশ। পরবর্তীতে তিতুমীর কলেজের সামনে অবস্থান করছেন পুলিশ। তিতুমীর কলেজে পুলিশ আসার কারণে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল ১১ঃ৩০ মিনিটে তারা তিতুমীর কলেজে এই বিক্ষোভ করেন। এখন তারা তিতুমীর কলেজের প্রধান গেটে অবস্থান করছেন। তিতুমীর কলেজ গেটের বাইরে অবস্থান করছেন পুলিশ।
ডিআই/এসকে