পটুয়াখালীর কালিশুরী ইউনিয়নের সিংরাকাঠী গ্রামেরএখন আত্নংকের নাম মোঃবাদশা সরদার।তার পিতার নাম মৃত মোসলেম আলী সরদার। তার বিরুদ্ধে অভিযোগের কমতি নেই। সুত্রে জানা গেছে,তার নাম কোন রাজনৈতিক দলের খাতায় আছে তা তিনিই ভালো বলতে পারবেন।তিনি গত ৫আগষ্ট সাবেক সরকার পদত্যাগ করার পরে সিংরাকাঠী গ্রামের জনপদে এক মূর্তিমান আত্নংক হয়ে দেখা দিয়েছেন।এদিকে উক্ত তারিখ থেকে সে কাছিপাড়া ও কালিশুরী ইউপির বাহের চর বাজারে সাধারন ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলে নিজেকে জাহির করে চলছেন।নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এলাকার অনেকেই তার দ্বারা নানা প্রকার নির্যাতনের শিকার হয়ে হাট- বাজারে পর্যন্ত উঠছেনা।এমনকি তার সীমাহীন অনৈতিক কাজের বিষয় কেউ প্রতিবাদ করতে ভয় পায়। যদি কখনো তার হীনও কর্মকান্ডের কেউ প্রতিবাদ করে তাহলে তিনি তাদের তার লাঠিয়াল বাহিনী দ্বারা সায়েস্তা করেন।
অন্যদিকে সুত্রে আরও জানা গেছে,জনশ্রুতি রয়েছে তাকে তার ক্যাডার হিসেবে সব ধরনের সহায়তা করেছেনএইউপির একই গ্রামের বাচ্চু ফকির,পিতা- মৃত লেদু ফকিরএবংমোঃ সুমন খন্দকার,পিতা- মৃত রাজ্জাকখন্দকার সহ অজ্ঞাত নামা লোকজন।এছাড়াও জানা গেছে, কালিশুরী ইউপির হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন কেরানী সাবেক সরকার দলীয় সমার্থক হুমায়ুন মল্লিক হত্যা মামলার আসামীও নাকিএ মোঃ বাদশা সরদার।অনেক চেষ্টা করেও মোঃবাদশা সরদার এর মুঠোফোন নম্বর সংগ্রহ করা যায়নি।এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।মোঃ বাদশা সরদার এর অত্যাচার থেকে পরিত্রাণ পেতে বাউফলের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করছেন কালিশুরী ইউপির সিংরাকাঠী গ্রামের জন সাধারণ।