বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

বাধ্যতামূলক অবসরে আনসারের উপ-মহাপরিচালক জিয়াউল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ কে এম জিয়াউল আলম নামের এ কর্মকর্তা আনসার বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।’

তিনি বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category