আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৮ নভেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২৪ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,বিজয় দিবস যেন ভালোভাবে উদযাপন করা যায় কোন ধরনের কোন দুর্ঘটনা না ঘটে সে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ভেতর একটা কোঅর্ডিশন এ ব্যাপারে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বিজয় দিবস ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন সমস্যা নেই এবং যারা ওখানে যাবে তাদের জন্য রাস্তাঘাট বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা ভালো থাকে সে ব্যাপারে আলোচনা হয়েছে। অনেক সময় দেখা যায় যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেটার রং একেক জায়গায় একেক রকম এটা যেন না হয় এবং একই রঙের পতাকা হয় এবং আমাদের যে সরকারি স্ট্যান্ডার্ড দেয়া আছে সেটার মাপে হয় এবং আলোকসজ্জা যেন ভালোভাবে হয়।
১৬ ডিসেম্বর ঘিরে পলিটিক্যাল অস্থিরতা থেকে কোনো নাশকতা হওয়ার সম্ভাবনা হওয়ার সম্বাবনা আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, ১৬ই ডিসেম্বর আমাদের দেশের সবার জন্য, সবাই এটি উদযাপন করে। এই দিবসকে ঘিরে কোন ধরনের সিকিউরিটির থ্রেট নেই।
ডিআই/এসকে