আগামী বুধবার থেকে সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.)।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় অনেক থানা থেকে অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় উচ্ছৃঙ্খল জনতা। লুটকৃত এসব অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছিল পুলিশ সদরদপ্তর। পাশাপাশি ২০০৯ সালের পরবর্তীতে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দিতে বলা হয়েছিল।
ডিআই/এসকে