বিশ্ববিদ্যালয়ের দাবিতে উত্তাল সরকারী তিতুমীর কলেজ ক্যাম্পাস। আজ (১৯ নভেম্বর) সকাল থেকেই ক্যাম্পাসের ভিতরে নানা স্লেগানে স্লোগানে মুখরিত প্রধান ফটক।
এদিকে, বেলা ৩টার দিকে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে তিতুমীর শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধি দল। তবে, প্রতিনিধি দল তিতুমীরে ফেরার আগেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। বিকাল ৩.৫০ নাগাদ আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের আনুমানিক ২ প্লাটুন সদস্যকে নতুন করে মোতায়েন করা হয়েছে সরকারী তিতুমীর কলেজের সামনে।
পুলিশের একটি সূত্র (নাম ও পদবী প্রকাশে অনিচ্ছুক ) জানিয়েছেন গতকাল শিক্ষার্থীরা রাস্তা আটকিয়ে যে দূর্ভোগ সৃষ্টি করেছিলো। আজ সে দূর্ভোগ সৃষ্টিকরতে দেওয়া হবে না। তাই অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বৈঠক শেষ না হওয়ার আগেই এরকম নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগিয়েছে তাহলে কি আশানুরূপ ফল আসছে না আলোচনায়?
উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের ব্যাখ্যা এবং অনুমান টা ঠিক সেরকমই। ভোরের কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ সরকার বলেন, শিক্ষার্থীরা ফেরার আগেই অতিরিক্ত পুলিশ মোতায়েন অবশ্যই ভাল কিছুর সংকেত দিচ্ছে না। হয়তো আশানুরূপ ফল আসে নাই আলোচনায়। হয়তোবা আজই ফের ব্লকেড কর্মসূচীতে যেতে পারে শিক্ষার্থীরা।
মন্ত্রণালয়ে যাওয়া ১৪ সদস্যের এ দলে রয়েছেন-মাহমুদ হাসান মুক্তার,মোশাররফ রাব্বি ,নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, তোয়াহা, কাউসার
উল্লেখ্য, গতকাল (১৮ নভেম্বর) মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছিল রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বনানীর প্রধান সড়ক ও মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রেখেছিল।
ডিআই/এসকে