কুমিল্লার বুড়িচংএর হাইওয়ে রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। একই সঙ্গে ৫ কেজি গাঁজাও তিন জনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।
আটককৃত হলো: আলআমিন আহম্মেদ রমজান(২৪)।
শনিবার (২১সেপ্টেম্বর) কুমিল্লা ডিএনসি উপপরিচালক ইমরুল হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, কুমিল্লার বুড়িচং থানাধীন কোরপাই ফয়েজুদ্দিন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার সামনে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড গতকাল মাদকবিরোধী অভিযানে ৩১ হজার ৬০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়।
ডিআই/এসকে