রাজধানীর উত্তরা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদকের গডফাদার এস এম খবির উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
উত্তরা ১৩ নং সেক্টরের ১৮ নং রোডের ২১ নম্বর বাসার সামনের রাস্তা থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক রাহুল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ১৩ নং সেক্টরে অভিযান চালিয়ে উত্তরার গডফাদার এস এম খবির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
সহকারী পরিচালক রাহুল সেন বলেন, খবির দীর্ঘ সময় ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সে বিভিন্ন কৌশলে তার ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ডিআই/এসকে