রাজধানীর মিরপুর ৬ নং সেকশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি চাইনিজ পিস্তল উদ্ধার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে মিরপুর মডেল থানাধীন ৬ নং সেকশনের এক নং ব্লকের এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তরিকুল ইসলাম নামের একজন সিএনজি চালক পথে থাকা কুকুরদের জন্য খাবার নিতে এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপে যান। এ সময় চালক তরিকুল ময়লার স্তূপে থাকা একটি নীল রঙের ছেড়া গেঞ্জির মধ্যে পিস্তল সদৃশ বস্তু দেখতে পেয়ে মিরপুর মডেল থানায় সংবাদ দেন। সংবাদ পাওয়া মাত্রই মিরপুর মডেল থানার একটি টহল টিম রাত ১টার দিকে এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ চাইনিজ পিস্তল উদ্ধার করে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে