বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মোহাম্মদপুর থানা এলাকায় মো.সুজন (২৪) এবং সবুজ(২২)কে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি নাইমুল ইসলাম রাসেলকে গ্রেফতার করেছে র্যাব। অভিযুক্ত রাসেল রাজধানীর মোহাম্মদপুর থানার ছাত্রলীগের সভাপতি।
মঙ্গলবার র্যাব-২ এবং র্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে.কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মোহাম্মদপুর থানা এলাকায় মো.সুজন (২৪) এবং সবুজ(২২)কে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মো. নাইমুল হাসান রাসেলকে (৩২) যশোর জেলার শার্শা থানার বেনাপোল এলাকা থেকে এলাকা থেকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-২ও র্যাব-৬।
ডিআই/এসকে