বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

মো.শাহ আলম এসবির নতুন প্রধান,মনিরুল পুলিশ অধিদপ্তরে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন

বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি মো.শাহ আলমকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশের বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান করা হয়েছে। তিনি এসবির বর্তমান প্রধান অতিরিক্ত আইজি মো.মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,রেলওয়ে পুলিশের ডিআইজি মো.শাহ আলমকে বদলি করে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশের বিশেষ শাখায় পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়,পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। মূলত বর্তমানে তার কোনো দায়িত্ব নেই।

২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল মো. মনিরুল ইসলামকে।

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারের বিভিন্ন বিভাগে শীর্ষ পদসহ ব্যাপক রদবদল হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশে বড় ধরনের রদবদল হচ্ছে। এর আগে র‌্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category