রাজধানীর যাত্রাবাড়ী থেকে টেকনাফের দুই মাদক ব্যবসায়ীকে ১০ হাজার পিস ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত আসামিরা হলো,মো.আবুল কালাম (৪১) ও শফিকুল ইসলাম (৩৯)।
মঙ্গলবার (২৬ নভেম্বর ) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তর কার্যালযয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকে ঢাকার যাত্রাবাড়ির টোল প্লাজা এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়। দুপুর ৩টা নাগাদ সুনির্দিষ্টভাবে একটি নোহা গাড়ি তল্লাশি করে গাড়ির একটি অংশে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবাসহ গাড়িচালক মো.আবুল কালাম এবং মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান,অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি মাদক সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ তরুণীসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের কাছে ইয়াবা বিক্রি করছিল।
অভিযুক্তদের রিমান্ডে আনা সম্ভব হলে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য পাওয়া যেতে পারে।
অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব রাসেল আলী বাদী হয়ে মামলা দায়ের করেন বলেও জানানো হয়।
ডিআই/এসকে