চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কালে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- সরোয়ার মৃধা (২০) ও আবীর (১৯)।
বুধবার (২০ নভেম্বর) রাতে মাতুয়াইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিএমপি জানিয়েছে, বুধবার রাতে কতিপয় ব্যক্তি মাতুয়াইল গোল্ডেন ব্রিজ এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে সরোয়ার ও আবীর নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বিহীন একটি পুরাতন কালো রঙের টিভিএস আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল এবং একটি পুরাতন সাদা পেস্ট রঙয়ের রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে জড়িত। তারা অন্যান্য পলাতক সহযোগীদের সহায়তায় বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল নিয়ে এসে ক্রয়-বিক্রয় করে থাকে।
পলাতক সহযোগীসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিআই/এসকে