নিজস্ব প্রতিবেদক. চট্টগ্রাম
রাঙামাটিতে আবারও বেইলি ব্রিজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। পাথরবোঝাই ট্রাকের ভারে এবারও ব্রিজ ভেঙ্গে পড়ে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাঙ্গালহালিয়ার সিনেমাপাড়া এলাকায় এ দুর্ঘটনায় রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনায় অতিরিক্ত পাথরবোঝাই ১০ চাকার ট্রাক ছড়ায় পড়ে গিয়ে প্রাণহানির ঘটনা না ঘটলেও একজন আহত হয়েছে। ট্রাকটি চট্টগ্রাম থেকে রাঙামাটি হয়ে বান্দরবান যাচ্ছিল বলে সুত্রে প্রকাশ। অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে ভার সইতে না পেরে ব্রিজটি ভেঙে পড়েছে বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রঘোনা থেকে পাথর বোঝাই করে আসা ট্রাকটি সিনেমাপাড়া এলাকায় বেইলি ব্রিজের উপর উঠলে ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এসময় গুরুতর আহত ট্রাক ড্রাইভারকে এলাকাবাসী উদ্ধার করে দশ মাইল শারজা হাসপাতালে ভর্তি করে।
জানতে চাইলে , চন্দ্রোঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানান, এলাকাবাসীর সহায়তায় আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।
