রাজধানীর খিলগাঁও থানার আফতাব নগর তালতলা ঝিলপাড় এলাকার ঝোপঝাড়ের ভিতরে নুর ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে হত্যকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী আবদুস সাত্তার’কে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার (২৩ সেপ্টেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, রাজধানীর খিলগাঁও থানার আফতাব নগর তালতলা ঝিলপাড় এলাকার ঝোপঝাড়ের ভিতরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাত দূর্বত্তরা ভিকটিম নুর ইসলাম (৫০) এর শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
থানা পুলিশ সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় আলোচিত রাজধানীর কেরানীগঞ্জে নূর ইসলাম নামক ব্যক্তি’কে হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী আবদুস সাত্তার’কে গতকাল রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ডিআই/এসকে