বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি ও বিস্ফোরক মামলার অন্যতম আসামী রাজবাড়ী সদরের সাবেক পৌর মেয়র আলমগীর শেখ তিতুকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি দল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) র্যাব-১০,সিপিসি-৩, ফরিদপুরের কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার কে এম শাইখ আকতার এসব তথ্য জানান।
তিনি জানায়,গত ১৮ আগস্ট রাজবাড়ী সদরের বড়পুল এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র,রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমন করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এতে বেশ কিছু ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতা গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে গেলে অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীরা উক্ত হাসপাতালসহ আশপাশের কোন হাসপাতালে আহতদের চিকিৎসায় বাধা প্রদান করে। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এ ঘটনায় আহত রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মো. আলমগীর হোসেন তিতুসহ ১৭০ জন এবং অজ্ঞাত নামা আরো ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে