বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

লুট হওয়া ৯৭টি অস্ত্র ও ৬৫৮৫ রাউন্ড গুলি উদ্ধার করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৪ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৪:০৫ অপরাহ্ন

গত ৫ আগস্টের সহিংসতায় সারাদেশে বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ৯৭টি অস্ত্র, ৬ হাজার ৫৮৫ রাউন্ড গুলি ও ২৮টি ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার বিকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

র‌্যাব জানায়,স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সারাদেশে থানা পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিটের কার্যক্রম চালু করতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে র‌্যাব ফোর্সেস অস্ত্র উদ্ধার কার্যক্রম শুরু করে। এতে করে র‌্যাবের বিভিন্ন ব্যাটেলিয়ান ৯৭টি অস্ত্র,৬ হাজার ৫৮৫ রাউন্ড গুলি ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করে।

র‌্যাব জানায়,অস্ত্র উদ্ধার কার্যক্রমে র‌্যাব-৭ বিভিন্ন জায়গা থেকে ৩৫টি অস্ত্র,২৭৫ রাউন্ড গোলাবারুদ,৮টি সাউন্ড গ্রেনেড ও ৫টি ম্যাগজিন উদ্ধার করে। র‌্যাব-১০ নয়টি অস্ত্র,৬৬১ রাউন্ড গোলাবারুদ,৯টি সাউন্ড গ্রেনেড ও মাল্টিটিয়ার গ্রেনেড এবং ১০টি ম্যাগাজিন উদ্ধার করে। র‌্যাব-১১ দশটি অস্ত্র,৭৭ রাউন্ড গোলাবারুদ,৪টি সাউন্ড গ্রেনেড ও ২টি ম্যাগাজিন উদ্ধার করে এবং র‌্যাব-১২ বিভিন্ন স্থান থেকে ৪৩টি অস্ত্র,৫ হাজার ৫৫৯ রাউন্ড গোলাবারুদ ও ১১টি ম্যাগাজিন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখবে র‌্যাব।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত সাবেক পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্রদের এই কোটাবিরোধী আন্দোলন এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে বিদেশে পালিয়ে যান শেখ হাসিনা।

ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানায় আক্রমণ,ভাঙচুরসহ অগ্নিসংযোগ এবং লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে থানায় হামলা চালিয়ে দুর্বৃত্তরা অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category