কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
রবিবার (১ সেপ্টেম্বর ) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য নিশ্চিত করেন।
ইনামুল হক সাগর বলেন,পুলিশের লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।
এর আগে গতকাল পর্যন্ত সারা দেশ থেকে পুলিশের লুট হওয়া ৩ হাজার ৮৭২টি অস্ত্র ও ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) ইনামুল হক সাগর জানান, সম্প্রতি লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ হতে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা ৩ হাজার ৮৭২টি। গুলি ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড,টিয়ার গ্যাস সেল ২২ হাজার ২০১ টি এবং সাউন্ড গ্রেনেড ২ হাজার ১৩৯টি।
ডিআই/এসকে