বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ,আটক দুই

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৪০ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যমানের ২ কেজি ৭৮৪ গ্রাম ওজনের একটি স্বর্ণের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। একইসঙ্গে চোরাচালানে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,সোমবার সকাল ৮ টা ৪৫ মিনিটে গোপন সংবাদ ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট নং- BG-148 অবতারণের পর ফ্লাইটটির ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামীয় যাত্রীদ্বয়কে সনাক্ত করে কাস্টমস হলের গ্রীন চ্যানেলে এনে তাদের দুজনের দুটি হাতব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। অতঃপর গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলি খোলা হয়। হাতব্যাগের মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো ২টি বান্ডিলে (১২+১২) = ২৪ পিছ স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২.৭৮৪ (দুই কেজি সাতশত চুরাশি গ্রাম) যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।

তিনি আরও জানান,আটককৃত স্বর্ণবারগুলো ঢাকার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা প্রদান ও বিমানবন্দর থানায় যাত্রীদের হস্তান্তর করে ফৌজদারী মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category