আমরা সকলে মিলে এই বাংলাদেশেকে সুন্দর ভাবে গড়ে তুলবো বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান। একই সঙ্গে ক্যডেটদের এই উদ্যোগের জন্য সকল জনগনের সহযোগিতা কামনাও করেন তিনি।
রোববার (১১ আগস্ট) সকাল ১১টার পর তিনি জাতীয় সংসদ ভবনের সামনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিস) ট্যাফিকের দায়িত্ব পালনসহ সকল কার্জক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মিজানুর রহমান বলেন,আপনারা সকালেই দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানেন। দেশের এই বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় বিএনসিসি ক্যডেটরা দেশের জনগনের সেবার জন্য,দেশের জন্য মাঠে নিয়োজিত আছে। সেনাবাহিনী প্রধানের অনুপ্রেরণায় বিএনসিসি ক্যডেটরা দেশের সমগ্র জেলাতে দেশের যোগাযোগ ব্যবস্থা তথা ট্রাফিক সিস্টেম সচল রাখা এবং উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এর৷ পাশাপাশি বিএনসিসি ক্যডেটরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়ে যাচ্ছে। তারা যে অক্লান্ত পরিশ্রম করছে সেই জন্য বিএনসিসি ক্যডেটদের আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলে মিলে এই বাংলাদেশেকে সুন্দর ভাবে গড়ে তুলবো সেই কামনা করছি। ক্যডেটদের এই উদ্যোগের জন্য আমরা সকল জনগনের সহযোগিতা কামনা করছি।
পুলিশ এখনও মাঠে নামেনি। ক্যডেটরা কতদিন পুলিশের বিকল্প হিসেবে কাজ করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের এই পরিস্থিতি যতদিন পর্যন্ত স্বাভাবিক এবং উন্নত হবে ততোদিনে পর্যন্ত আমরা এবং আমাদের ক্যডেটরা মাঠে নিয়োজিত থাকবে।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ট্যাফিকের দায়িত্ব পালনসহ সকল কার্জক্রম ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং সুষ্ঠ ভাবে সকল কার্যক্রম পরিচাালনার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সকল সদস্যকে নির্দেশনা দেন।
এসময় পরিদর্শন কার্যক্রমে মেজর রাকিব সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে