সবুজবাগের ভাইকদিয়ার একটি মাছের ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় খালি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ভাইকদিয়ার আব্দুর রাজ্জাক (৩৫) এর মাছের ঘের থেকে খালি ম্যাগাজিনসহ পিস্তলটি উদ্ধার করে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভাইকদিয়ার একটি মাছের ঘেরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় খালি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে