পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং শহীদুল হক আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।
সূত্র বলছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে। এরপরই সিদ্ধান্ত নেয়া হবে তাদেরকে গ্রেফতার করা হবে কিনা।
ডিআই/এসকে