সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনকে আটক করেছে র্যাব-১০,সিপিসি-৩,ফরিদপুর ক্যাম্পের একটি দল।
রবিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকা তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারে বিষয়ে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান,গ্রেফতারকৃত সাধনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে অপহরণের পর নির্যাতন ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বালিয়াকান্দি থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ফরিদপুরের নগরকান্দা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ ইমরান ফকির (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতার ইমরানের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
কে. এম. শাইখ আকতার বলেন, ‘গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার কোতয়ালী ও নগরকান্দাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন তারা। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছি।’
গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে