ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার দায়ের হওয়া একটি মামলায় সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১১ টায় রাজধানীর বেইলি রোড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো.ওবায়দুর রহমান।
ডিএমপি জানায়,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে আজ রাত ১১ টা ৩০ মিনিরে বেইলী রোডের নওরতন কলোনী হতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।
ডিআই/এসকে