সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে। তাদেরকে নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। মামলার বিষয় জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
এ তথ্য ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সাবেক মন্ত্রী ও উপদেষ্টাকে গ্রেফতারের পরে গতকাল তাদের ডিবিতে আনা হয়। বর্তমানের তারা ডিবি হেফাজতে রয়েছেন।
ডিআই/এসকে