সুনামগঞ্জ সদর এলাকা থেকে ১২৫ বোতল ভারতীয় মদসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত নারীর নাম কুলসুমা বেগম (৪০)।
সোমবার (৩০ সেপ্টেম্বর ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এ তথ্য জানান।
তিনি জানান, রবিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম
সুনামগঞ্জ সদরের ইব্রাহিমপুরে একটি বাড়িতে রেড দিয়ে ১২৫ বোতল ভারতীয় মদসহ কুলসুমা বেগমকে আমরা আটক করি। তবে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রাজু মিয়া নামের আরেক ব্যক্তি পলাতক রয়েছে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় এজাহার দাখিল করেন।
ডিআই/এসকে