বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মধ্যে নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে মো.আসিফ হত্যা মামলার অন্যতম আসামি চেয়ারম্যান মো.শাহজাহান সাজুকে (৫২) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ২ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস।
তিনি জানান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কোমলমতী শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে। গত ৫ আগস্ট নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা এলাকায় মো. আসিফ (২৪)’কে গুলি করে হত্যা করে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় আসামিদের গ্রেফতার অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-২ ও র্যাব-১১ এর একটি আভিযানিক দল আজ রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সাজু (৫২)’কে গ্রেফতার করে।
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে