রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে জামাল হাওলাদার (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম,জামাল হাওলাদার।
শনিবার হাজারীবাগের আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
রবিবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,চাঁদাবাজির অভিযোগে গত ২০ অক্টোবর আলাল গাজী (৩৯) গ্রেফতারকৃত জামাল হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়,বাদী আলাল গাজী পেশায় একজন সিভিল কন্ট্রাক্টর। তিনি হাজারীবাগ থানার মেন্ডিডেন্টাল কলেজ রোড সালিহীন টাওয়ার-১ এর নির্মাণাধীন বিল্ডিংয়ের কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। কিন্তু গত ২ মাস আগে গ্রেফতারকৃত জামাল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামীগণ তার নির্মাণাধীন প্রজেক্টের সামনে অবস্থান করে তাকে ডেকে এনে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদার টাকা না দিলে তার প্রজেক্টের কাজ বন্ধ করে দেওয়ার ও তাকে খুন করার হুমকি প্রদান করে। বাদী আলাল গাজী মৃত্যুর ভয়ে তাৎক্ষনিক তার নিকট থাকা নগদ ২ লাখ ২১ হাজার টাকা আসামী জামাল হাওলাদারের নিকট প্রদান করে।
পরবর্তীতে বাদী আলাল গাজী গত ১৯ অক্টোবর দুপুরে হাজারীবাগ থানার মেন্ডিডেন্টাল কলেজ রোডে আল জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গ্রেফতারকৃত আসামী জামাল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামীরা আবারও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
এসময় বাদী আলাল চাঁদার টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করে আসামীরা তাকে মারতে গেলে তার চিৎকারে আশে পাশের স্থানীয় লোকজন ও মসজিদের মুসল্লিরা এবং হাজারীবাগ থানার একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী জামাল হাওলাদারকে হাতেনাতে আটক করে। এ সময় তার সাথে থাকা অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতকে হাজারীবাগ থানার দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিআই/এসকে