হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে হাটহাজারী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গত মঙ্গলবার দুপুরে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে ওসি হাবিবুর রহমান বলেন, সাংবাদিক পুলিশের বন্ধু,শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
মতবিনিময় কালে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম (দৈনিক কালের কন্ঠ), সহ-সভাপতি আতাউর রহমান মিয়া (দৈনিক ইত্তেফাক) ,সাধারণ সম্পাদক বাবলু দাশ (দৈনিক ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক মোঃ আলী (সাবেক সমকাল পত্রিকা), সদস্য নকিব চৌধুরী (দৈনিক গিরি দর্পণ) ,সদস্য মোঃ শোয়াইব (দৈনিক ভোরের দর্পণ ও সি প্লাস টিভি) সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত ওসি হাবিবুর রহমান এর আগে ২০১৩-১৪ সালে হাটহাজারী মডেল থানায় এস আই হিসাবে কর্মরত ছিলেন। এরপর তিনি ওসি তদন্ত হিসেবে কুমিল্লা জেলা পুলিশে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। ওসি হিসাবে পদোন্নতি পেয়ে তিনি আবার হাটহাজারী মডেল থানায় যোগদান করেন ৬ সেপ্টেম্বর। ঐদিন সকালে মডেল থানার ওসি তদন্ত নুরুল আলমের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।