বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

‘হারুন আছে’ সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৭:৪৭ পূর্বাহ্ন

আলোচিত সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ রাজধানীর উত্তরার একটি বাসায় অবস্থান করছেন! এমন সংবাদের ভিত্তিতে ওই বাসা ঘিরে রাখে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টায় রাজধানীর উত্তরা সেক্টর ১০ এর ১২ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ডিএমপির এই কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ডিবি হারুন ভবনটিতে আছেন বলে গুঞ্জন উঠে। এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করেন। লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয় তার পক্ষে পালানো সম্ভব নয়।

রাত ১০ টার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসেন। তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি।

এ বিষয়ে জানতে চাইলে রাত ১২টায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান,ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে।

এর আগে গত ৬ আগস্টও হারুন অর রশীদের আটক হওয়ার গুঞ্জন উঠে। কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি সাংবাদিকদের নাকচ করেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।

সবশেষ ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’এলাকায় একটি অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। অভিযানে লেকসিটির ‌‘বর্ণালী’ ভবন থেকে হারুনের গাড়ি সন্দেহে মালিকবিহীন পড়ে থাকা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category