Home : প্রচ্ছদ : ৩৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা ফোর্বসের তালিকায়

৩৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা ফোর্বসের তালিকায়

অনলাইন ডেস্ক

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩৯ তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এ তালিকা করেছে। মঙ্গলবার এ তালিকা ঘোষণা করা হয়। এই সাময়িকীর গত বছরের করা তালিকায় তিনি ছিলেন ২৯তম অবস্থানে। সে হিসেবে পূর্বের অবস্থান থেকে দশ ধাপ পেছালেন তিনি। এর আগের বছরের তালিকায় তিনি ছিলেন ২৬ তম স্থানে।

এ বছর ক্ষমতাধর ১০০ নারীর প্রথম জন হলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি এই নিয়ে টানা দশবার এই অবস্থান অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস প্রথমবার এ তালিকায় প্রবেশ করেছেন, তাও তৃতীয় হয়ে! এছাড়া ধনকুবের ও সমাজসেবী বিল গেটস পত্নী মেলিন্ডা গেটস রয়েছেন পঞ্চম স্থানে।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেত্রী, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি রয়েছেন সপ্তম স্থানে।

কমালা সহ এবার এ তালিকায় মোট ১৭ জন নতুন মুখ রয়েছেন।

About Moniruzzaman Monir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*