বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

৪০ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:১৯ অপরাহ্ন

বন্যাদুর্গত ২ হাজার ৯১৪ জনকে উদ্ধার ও ৪০ হাজার ৭১৬টি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও বিজিবি পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৬ হাজার ৯৭৮ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান,দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধার,তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা দেওয়া অব্যাহত রয়েছে।

বুধবার (২৮ আগস্ট) ৬ হাজার ৫২০টি পরিবারের পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং ১ হাজার ৮১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

এরমধ্যে বন্যাদুর্গত ফেনী সদরে ১৫০টি,ফুলগাজীতে ১ হাজার ৭৭৭টি,পরশুরামে ১ হাজার ১৭৫টি, ছাগলনাইয়ায় ৮১৫টি,সোনাগাজীতে ৫০০টি এবং দাগনভূঁঞায় ৮৮০টি পরিবারসহ ফেনী জেলায় মোট ৫হাজার ২৯৭টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অন্যদিকে,কুমিল্লার আদর্শনগরে ৬৫০টি এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ৫২০টিসহ কুমিল্লা জেলার ১ হাজার ১৭০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও রাঙামাটির বন্যাদুর্গত ৩০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও বলেন,বিজিবি পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত কুমিল্লার বুড়িচংয়ের দুর্গম বাকশীমুল হাই স্কুল এলাকায় ৫০০ জন,ফেনীর জিনারহাট পশ্চিম মধুগ্রাম এলাকার ৪৮৭ জন এবং নোয়াখালীর সেনবাগের চাঁদপুর আদর্শ বিদ্যালয় এলাকার ৮২৫ জনসহ মোট ১ হাজার ৮১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category