আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশের আবাসন শিল্পের অন্যতম স্বনামধন্য কোম্পানি ইউনিয়ন ডেভেলোপমেন্ট & টেকনোলজিস লিমিটেডের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। পান্থপথে ইউনিয়ন ডেভেলোপমেন্ট & টেকনোলজিস লিমিটেডের অফিসে অনাড়ম্বরপূর্ন এক আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোড়দার করে যৌথ স্বার্থ রক্ষার মাধ্যমে শিক্ষা,গবেষনা, উন্নয়ন পরিচালনা ও সম্প্রসারণের লক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী, সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মোহাম্মদ তাহমিন আহসান,জুনিয়র অফিসার (লোকাল & ফরেইন লিংকেজ), এডমিশান & ইনফরমেশন ডিপার্টমেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শেখ আবুল হাশেম, ম্যানেজিং ডিরেক্টর, ইউনিয়ন ডেভেলোপমেন্ট & টেকনোলজিস লিমিটেড, মো: সাইদুর রহমান, এজিএম-একাউন্টস & ফিন্যান্স, ইউনিয়ন ডেভেলোপমেন্ট & টেকনোলজিস লিমিটেড,মোহাম্মদ রাশেদুল বাশার, এজিএম-এইচ আর & এডমিন, ইউনিয়ন ডেভেলোপমেন্ট & টেকনোলজিস লিমিটেড, মো: ইফতেখারুল ইসলাম, ডিজিএম-ল্যান্ড & ডেভেলোপমেন্ট, ইউনিয়ন ডেভেলোপমেন্ট & টেকনোলজিস লিমিটেড, সায়েদ মোজহার- উয- জামান, সিনিয়র জিএম-অপারেশনস, ইউনিয়ন ডেভেলোপমেন্ট & টেকনোলজিস লিমিটেড, মো: মামুন-উর-রশিদ, এজিএম-লিগাল, ইউনিয়ন ডেভেলোপমেন্ট & টেকনোলজিস লিমিটেড।