শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
Logo অপরাধীদের প্রতি কোনক্রমেই নমনীয় হবে না পুলিশ: সিটিটিসি প্রধান Logo সচিবালয়ে আগুন নিয়ে নৌবাহিনী সদস্যের বক্তব্য তার ব্যক্তিগত: আইএসপিআর Logo স্বর্ণ চোরাচালান: চট্টগ্রামে রাষ্ট্রীয় উড়োজাহাজ জব্দ Logo সেনাসদর পরিসংখ্যানগতভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়নি, ‘তবে অনেক ঘটনা ঘটছে’ Logo উত্তরা থেকে বিপুল পরিমাণ আতসবাজি জব্দ,গ্রেফতার ২ Logo চট্টগ্রামে বিমানের সিটের নিচে মিলল আড়াই কেজি স্বর্ণ Logo তরুণ স্বপ্নে রূপান্তর: ভিডিপি’র প্রশিক্ষণে নতুন ধারা Logo ফায়ার ফাইটার নিহতের ঘটনায় ব্যর্থতা স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার Logo সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় নিহত ফায়ারফাইটার নয়নের জানাজা সম্পন্ন Logo ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা

তরুণ স্বপ্নে রূপান্তর: ভিডিপি’র প্রশিক্ষণে নতুন ধারা

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের উন্নয়ন ও তৃণমূল মানুষের ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর ) বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এসময় তিনি বাহিনীর নতুন কর্মপরিকল্পনা এবং উন্নত প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে সদস্যদের সাথে মতবিনিময় করেন।

আর্থসামাজিক নিরাপত্তা রক্ষায় এবং উদ্যোক্তা ও দক্ষ জনশক্তি হবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা এগিয়ে নিয়ে যেতে পারে দেশকে,সে লক্ষ্যে নতুন করে সাজানো হয়েছে গ্রাম ভিত্তিক মৌলিক ভিডিপি প্রশিক্ষণ।

সারাদেশের ৯টি জেলার ৩৬ টি উপজেলায় চলমান রয়েছে এ প্রশিক্ষণ,যেখানে অংশ নিচ্ছেন ২০০০ এর অধিক সংখ্যক প্রশিক্ষণার্থী,যারা ভবিষ্যতে তৃণমূলে এ বাহিনীর জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার জন্য তৈরি হচ্ছে।

এছাড়া,প্রথমবারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল,মুরং ও মনিপুরী সম্প্রদায়কে সম্পৃক্ত করে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। এ উদ্যোগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মনিপুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে সামাজিক সম্প্রীতি ও মানব নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে ভিডিপির ভূমিকা সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

বাহিনীর মহাপরিচালক গ্রাম প্রশিক্ষণকে নিয়ে এসেছেন নতুন সিলেবাস ও যুগোপযোগী নীতিমালার আওতায়, যেখানে সামাজিক নিরাপত্তার পাশাপাশি তরুণ সমাজকে ভবিষ্যৎ কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য প্রস্তুত করা হবে সর্ববৃহৎ এই বাহিনীর প্ল্যাটফর্মে।

বাহিনীর নতুন ডিজিটাল অবকাঠামোর সংযোজন এবং স্বল্প সময়ে দেশ সেবার একটি মৌলিক চেতনায় নবাগত তরুণদের করা হবে উজ্জীবিত।

চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমানে উদ্যোমী তরুণদের প্রশিক্ষনে অধিকতর প্রাধান্য দেয়া হচ্ছে এবং দেশের স্বাধীনতা রক্ষায় ও সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক হিসেবে তাদের ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা দেয়া হচ্ছে। এছাড়াও কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা কাঠামোতে তরু্ণ ভিডিপি সদস্যদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার কৌশল সম্পর্কেও ধারণা দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের কাছ থেকে প্রশিক্ষণ সম্পর্কে ফিডব্যাক গ্রহণ করার প্রক্রিয়া চালু করা হয়েছে।

মহাপরিচালকের মতে,আনসার ভিডিপি’র প্রশিক্ষণ একজন সদস্যকে শুধু দক্ষ কর্মীই নয়,বরং একজন সুশিক্ষিত,সমাজ সচেতন এবং আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। এ প্রশিক্ষণ দেশ সেবার মৌলিক চেতনায় তরুণদের উৎসাহিত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ধারার প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং দেশের সার্বিক উন্নয়নে আনসার ভিডিপি অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য আনসার ভিডিপির সর্বস্তরের সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টায় আত্মনিয়োগ করার জন্য মহাপরিচালক অনুপ্রেরণা ও নির্দেশনা প্রদান করেন।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category