শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Logo অপরাধীদের প্রতি কোনক্রমেই নমনীয় হবে না পুলিশ: সিটিটিসি প্রধান Logo সচিবালয়ে আগুন নিয়ে নৌবাহিনী সদস্যের বক্তব্য তার ব্যক্তিগত: আইএসপিআর Logo স্বর্ণ চোরাচালান: চট্টগ্রামে রাষ্ট্রীয় উড়োজাহাজ জব্দ Logo সেনাসদর পরিসংখ্যানগতভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়নি, ‘তবে অনেক ঘটনা ঘটছে’ Logo উত্তরা থেকে বিপুল পরিমাণ আতসবাজি জব্দ,গ্রেফতার ২ Logo চট্টগ্রামে বিমানের সিটের নিচে মিলল আড়াই কেজি স্বর্ণ Logo তরুণ স্বপ্নে রূপান্তর: ভিডিপি’র প্রশিক্ষণে নতুন ধারা Logo ফায়ার ফাইটার নিহতের ঘটনায় ব্যর্থতা স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার Logo সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় নিহত ফায়ারফাইটার নয়নের জানাজা সম্পন্ন Logo ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা

ফায়ার ফাইটার নিহতের ঘটনায় ব্যর্থতা স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ন

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তায় ট্রাকচাপায় নিহত হন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। তার মৃত্যুর পর নানা মহলে প্রশ্ন উঠছে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন রাস্তায় দাঁড়িয়ে আগুন নির্বাপণের কাজ করছিলেন তখন কেন পুলিশ রাস্তা বন্ধ করে দেয়নি? পুলিশ রাস্তা বন্ধ করে দিলে তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। এই পরিপ্রেক্ষিতে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না বলেও বিভিন্ন মহল হয়ে প্রশ্ন উঠে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করা হলে নয়নের মৃত্যুর ব্যর্থতার দায়ী স্বীকার করে নেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের জানাজা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই ব্যর্থতার দায় স্বীকার করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এই ঘটনার বিচার অবশ্যই হবে। আমার একজন কর্মী মারা গেল এর ব্যর্থতা আমার। এ ঘটনায় আমি শোকাহত। অল্প বয়সে যে এই ছেলেটা চলে গেল সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তার মা-বাবার। অন্য সবাই কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু তার মা-বাবা কিন্তু এই মৃত্যু ভুলতে পারবে না সহজে।

যখন আগুন লাগলো তখন ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে ট্রাক কেন রাস্তা দিয়ে গেল এটা ব্যর্থতা কি না। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় কেন লেগেছে এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলব এটা ব্যর্থতাই। ট্রাক ওই সময় চলাচল করা উচিত ছিল না। ট্রাকচালককে আমরা ধরে ফেলেছি। তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন,আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বিষয়টি জানতে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন দিলে জানা যাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ড কেন ঘটলো।

আগুনের সূত্রপাতের প্রাথমিকভাবে কোনো ক্লু স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এখন একটা বললাম পরে দেখা গেল এটা প্রমাণিত হলো না। তাই তদন্তের পর প্রমাণিত হওয়ার পর এ বিষয়ে কথা বলা মনে হয় ভালো। তাই আমি এ বিষয়ে সম্পূর্ণ তথ্য পাওয়ার পরই কথা বলব। এছাড়া এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামতেরও প্রয়োজন হবে। এক কথায় অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে এখনো কোনো তথ্য আমরা জানতে পারিনি।

ঘটনাস্থলের সিসি ক্যামেরাগুলো সচল ছিল কি না প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকটি হয়তো সচল ছিল না দু-একটা সচল থাকতে পারে।

এর আগে বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদর দপ্তর প্রাঙ্গণে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা হয়। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category