রাজধানী ঢাকার মিরপুরে অবস্হিত ডেটাস্কেপের মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান বিসিআরপির সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। পারস্পারিক গবেষণা সম্প্রসারণ ও যৌথ কর্ম পরিচলনা সহ নানাবিধ বিস্তৃত কাজের অভিপ্রায়ে বিসিআরপি ও ডেটাস্কেপ এ চুক্তি স্বাক্ষর করেন।এসময় ডেটাস্কেপের পক্ষে উপস্হিত ছিলেন রাকিব হোসাইন,ম্যানেজিং ডিরেক্টর,আবদুল্লাহ আল মামুন,ডিরেক্টর, ইনোভেশন এন্ড ইনসাইট,এমডি মেহেদী হাসান,ডিরেক্টর, ফাইন্যান্স এন্ড করপোরেট সার্ভিস, ড. জুলফিকার মঈন,ডেপুটি ডিরেক্টর, সোশ্যাল রিসার্চ এবং বিসিআরপির পক্ষে উপস্থিত ছিলেন, ড.শাহ আলম চৌধুরী,ফাউন্ডার এন্ড সিইও,মিলি রহমান,
সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি,প্রেসিডেন্ট,বিসিআরপি,ড. মো. শাহিনুর রশীদ
ভাইস প্রেসিডেন্ট, বিসিআরপি,
ড. আব্দুল্লাহ আল মন্জুর হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ, প্রাইম ইউনিভার্সিটি,সেক্রেটারী জেনারেল,বিসিআরপি, নবনীতা চক্রবর্তী, প্রভাষক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ডিরেক্টর, বিসিআরপি,তরু শাহরিয়ার স্বর্গ, প্রভাষক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ডিরেক্টর, বিসিআরপি।
তরুণ প্রজন্মের গবেষকদের যুক্ত করে এ দুটি প্রতিষ্ঠান ভিন্ন মাত্রিক গবেষণা নূতন দুয়ার উন্মোচন করতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উর্ধতন কর্তৃপক্ষ তাদের মতামত ব্যক্ত করেন।