ভারতীয় গণমাধ্যম টাইমস অ্যালজেব্রা’য় বাংলাদেশে সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তা বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার সিএ প্রেস উইং ফ্যাক্টস এর ভেরিফায়েড পেজের পোস্টে এ কথা জানানো হয়। ফেসবুক পোস্টে টাইমস অ্যালজেব্রার এক্স পোস্টটির স্কিনশর্ট শেয়ার করে বলা হয়, ‘এক্সের এই পোস্টে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। পোস্ট উল্লেখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা বলেও উল্লেখ করা হয় ।