রিমন রশ্মি বড়ুয়া :
চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নে আইডিএফ স্টেশন সংলগ্ন হালদা নদীতে ভেসে যাওয়ার সময় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
ডলফিনটি বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আইডিএফ স্টেশনে নিয়ে আসা হয়। মৃত ডলফিনটির দৈর্ঘ্য পায় ৪ ফুট ও প্রস্থ ২৮ ইঞ্চি এবং ওজন ১১.৮ কেজি। উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এটি সহ এ পর্যন্ত ৪৪টি ডলফিন মারা গেছে।
রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন এবং মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করেন। এটির গায়ে কয়েকটি আঘাতের চিহ্নও দেখা গেছে। ধারালো শক্ত কিছুর সাথে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।