গাজী আরিফুর রহমান , বরিশাল:
তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করলেও আবেদনপত্র না রেখে সাংবাদিকদের ফিরিয়ে দিলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহেল হোসেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ ভবনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আবেদনকারী সাংবাদিকেরা জানান, তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চেয়ে বাবুগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে আবেদন করেন বরিশালের কয়েকজন সংবাদকর্মী। ওই সময় তিনি তথ্যের আবেদনপত্র জমা নিতে অপারগতা প্রকাশ করেন। কি কারণে জমা নিবেন না জানতে চাইলে আবেদনের বিষয়ে কোন কথা বলতে পারবেন না বলে জানান তিনি।
এর আগে পিআইও সোহেল হোসেন ভোলায় বোরহানউদ্দিন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালীন সময়েও সাংবাদিকদের সাথে অসদাচরণ ও তথ্য প্রদানে গড়িমসি করেছেন বলে অভিযোগ রয়েছে।
আবেদন জমা না রাখার বিষয়টি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো. ফারুক আহমেদকে অবহিত করা হলে তিনি বলেন, তথ্য অধিকার ফর্মের আবেদন রিসিভ না করার কোন সুযোগ নেই। তিনি এ রকম কাজ করে থাকলে প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ও তার ঊরষ যা কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার বলেন, পিআইও যদি তথ্য অধিকার ফর্মের আবেদন গ্রহণ না করে ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আইন রয়েছে, জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। আর জনগণের তথ্য অধিকার নিশ্চিত হলে সরকারিসহ সকল সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এরই লক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ প্রতিষ্ঠিত হয়েছে।