শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
Logo বনানীর সুইটড্রিম হোটেলে মদ,অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Logo বিএসএমএমইউয়ের সহকারী অধ্যাপক ডা.নিপুন গ্রেফতার Logo ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৬ Logo যুবককে পিটিয়ে হত্যা,ঢাবির ৫ শিক্ষার্থী গ্রেফতার Logo যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ১৮৫ টি,গ্রেফতার ৮৪ Logo উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান Logo ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা:তিন শিক্ষার্থী পুলিশের হেফাজতে Logo নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদক কারবারি আটক Logo ছাত্র-জনতার উপর গুলি:সন্ত্রাসী সোলায়মান বাদশা গ্রেফতার Logo ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির সপ্তাহব্যাপী মশক নিধন কর্মসূচি

এফবিএইচআরও এর “গেট-টুগেদার এন্ড সেলিব্রেশন্স” শেরাটন ঢাকায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩৭০ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ৭:১৮ পূর্বাহ্ন

ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO) এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরাটন ঢাকায় গতরাতে এক “গেট-টুগেদার এন্ড সেলিব্রেশন্স” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, ইউনিক গ্রুপের চেয়ারম্যান নুর আলী, গ্লোবাল টেলিভিশনের সিইও এবং ইডিটর-ইন-চিফ সাইয়েদ ইশতিয়াক রেজা, উত্তরা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইয়াসমিন আরা লেখা, কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর এইচ এম জহিরুল হক, এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর বিওটি উপদেষ্টা প্রফেসর আনম মেশকাত উদ্দিন যোগদান করেন। এতে এফবিএইচআরও এর বোর্ড মেম্বারসহ অনেক মানবসম্পদ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মো: মোশাররফ হোসেন সম্প্রতি ইন্ডিয়ার খ্যাতনামা ডিওয়াই পাতিল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করায় তাকে সংবর্ধনা জ্ঞাপনপূর্বক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নতুন বছরের শুরুতে বাংলাদেশ গ্রীন এইচআর প্রফেশনালস, ফিউচার আইকন ও বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ এন্ড প্ল্যানিং – প্রতিষ্ঠানসমূহ এফবিএইচআরও তথা এইচআর ফেডারেশনের এর নতুন সদস্য হিসেবে যুক্ত হয়। উক্ত প্রতিষ্ঠানসমূহের প্রধান যথাক্রমে রওশন আলী বুলবুল, ইউসুফ ইফতি এবং প্রফেসর শাহ আলম চৌধুরী এফবিএইচআরও এর বোর্ড মেম্বার হিসাবে যোগদান করায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান আয়োজনে এইচআর ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী আহবায়ক এর দায়িত্ব পালন করেন। সহযোগিতায় ছিলেন এফবিএইচআরও এর মহাসচিব প্রফেসর মাইনুদ্দিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এইচআর ফেডারেশনের অন্যতম বোর্ড মেম্বার ড. খাদিজা রহমান তানসী।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, অবকাঠামোগত উন্নয়নে দেশ কিছুটা এগিয়ে গেলেও সমাজের সর্বক্ষেত্রে অদক্ষতা ও দুর্নীতি বিস্তার লাভ করেছে। দেশের সামগ্রিক উন্নয়নে তারা সরকারি ও বেসরকারি খাতে মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেয়ার উপর গুরুত্বারোপ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category