শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
Logo বনানীর সুইটড্রিম হোটেলে মদ,অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Logo বিএসএমএমইউয়ের সহকারী অধ্যাপক ডা.নিপুন গ্রেফতার Logo ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৬ Logo যুবককে পিটিয়ে হত্যা,ঢাবির ৫ শিক্ষার্থী গ্রেফতার Logo যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ১৮৫ টি,গ্রেফতার ৮৪ Logo উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান Logo ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা:তিন শিক্ষার্থী পুলিশের হেফাজতে Logo নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদক কারবারি আটক Logo ছাত্র-জনতার উপর গুলি:সন্ত্রাসী সোলায়মান বাদশা গ্রেফতার Logo ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির সপ্তাহব্যাপী মশক নিধন কর্মসূচি

গণপূর্তের সেই সহকারী দুর্নীতিবাজ এখন ঢাকায়

Reporter Name / ৩১২ Time View
Update : রবিবার, ২ জুন, ২০২৪, ৭:৩০ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালত আশরাফুল আলম ও তার স্ত্রী স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন, তবে একান্ত সহযোগী ধরাছোয়ার বাইরে থেকে খোদ ঢাকায় বহালতবিয়্যতে।

নিজস্ব প্রতিবেদক,
গণপূর্তের সেই সহকারী দুর্নীতিবাজ এখন ঢাকায়। তার মানে- ঢাকা গণপূর্ত অধিদপ্তরের চট্রগ্রাম জোনের সেই দুর্নীতিবাজ প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের একান্ত সহযোগী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: কায়কোবাদ সদ্য ঢাকার ই এম শাখার ৪/৫/৬ জোনের দায়িত্বে নিযুক্ত হয়েছেন। আর এতে কানাঘুষা আর সমোলোচনার ঝড় বইছে বলে সংশ্লিস্ট একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি আরো জানায়, দুর্নীতির দায়ে আদালত কর্তৃক সম্পত্তি ক্রোককৃত গণপূর্তের চট্রগ্রাম জোনের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের আস্থাভাজন ও ক্যাশিয়ার হিসেবে খ্যাত কায়কোবাদ এর বিরুদ্ধেও রয়েছে লোমহর্ষক দুর্নীতির অভিযোগ। তারপরও ধুরন্ধর কায়কোবাদ নিরাপদে ঢাকার ই এম শাখায় যোগদান করেছেন। যা নিয়ে চলছে নানা গুঞ্জন।
আরো জানায়,গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী মো: আশরাফুল আলম ও তার স্ত্রী সাবিনা আলমের বিরুদ্ধে ৬৬ লাখ ২৬ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ৩৩৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা সমর্থিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো: নুর আলম সিদ্দিকী বাদী হয়ে বিগত ২১ জুন ২০২৩ ইং তারিখে ১টি মামলা করেন।
যেখানে বলা হয়েছে আগামী মো: আশরাফুল আলম গণপূর্ত অধিদপ্তরের প্রকেীশলী হিসেবে সরকারী ক্ষমতার অপব্যবহার পূর্বক বিভিন্ন দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থের দ্বারা তার প্রত্যক্ষ সহযোগিতায় স্ত্রী সাবিনা আলমের নামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অন্য দিকে দ্বিতীয় মামলায় মো: আশরাফুল আলমের বিরুদ্ধে দুদকের দাখিলকৃত সম্পদ গোপন ও ২৩ রাখ ৭৯ হাজার ৬৩ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্থের অভিযোগ আনা হয়েছে। আসামীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২)২৭(১) ধারা দন্ডবিধির ১০৯ ধারা সহ ১৯০৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত আশরাফুল আলম ও তার স্ত্রী স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন।

কিন্তু তার অন্যতম সহযোগী তত্ত্বাধায়ক প্রকৌশলী কায়কোবাদ রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। তার বিরুদ্ধে অভিযোগ আসার পর চট্রগ্রাম বদলী করা হয়। ধূর্ত কায়কোবাদ আবার উপর মহল ম্যানেজ করে ঢাকার ই-এম-শাখার গুরুত্ব পূর্ণ জোন ৪/৫/৬ এ বদলী হয়ে আসেন। তার মত একজন মহা দুর্নীতিবাজের সহকারি দুর্নীতিবাজ বহাল তবিয়্যতে থেকে গুরুত্বপূর্ণ জোনটিতে ফের বদলী হয়ে আসলো ? আর এসেই প্রধান প্রকেীশলী শামীম আক্তারের আস্থা ভাজন হয়ে উঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে চলছে নানা গুঞ্জন ।
নাম না প্রকাশের শর্তে গণপূর্তের একাধিক ঠিকাদার জানান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদের মাধ্যমেই আশরাফুল আলম সিংহভাগ অবৈধ অর্থ লেনদেন করতেন। আর “ঝড়ে আম কুড়ানোর”মত এ সুযোগটাকে বেহাত করেননি ধুরন্ধর কায়কোবাদ। প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের হাতানো অবৈধ অর্থের একটি অংশ নিজের মত করে সরিয়ে নিজের ঘট ভরেছেন। আর তার দায়টা আশরাফুলের উপর বর্তিয়েছে।
এ বিষয়ে জানার জন্য কায়কোবাদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্তাতার অজুহাতে ফোনের লাইন কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category